লোহাগাড়ায় শিশুকে যৌন হয়রানির চেষ্টায় অভিযুক্ত সে’ই পলাতক লম্পটব্যক্তি আটক

 

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়ায় ঈদ শপিং করতে আসা জনৈক শিশুকে যৌন হয়রানির চেষ্টায় অভিযুক্ত পলাতক নুরুল ইসলাম (৪৫) নামে সে’ই মুখোশধারী, আলমবেশী ও লম্পটব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। ২২ মার্চ দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে’ই ওই এলাকার আবদুস ছালাম’র পুত্র।

ঘটনার বিবরণে প্রকাশ, গত ১১ মার্চ রাত আনুমানিক সোয়া ১২ টায় বটতলী মোটর স্টেশনে ঈদ শপিং করার জন্য একটি ডিপার্টমেন্টাল স্টোরে যায় জনৈক শিশুটি। ওই সময় আনুমানিক ১২ বছর বয়সী ওই শিশুকে যৌন হয়রানি করার চেষ্টা চালায় লম্পট ও আটককৃত নুরুল ইসলাম। শিশুটি কৌশলে তার হাত থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর বিষয়টি সিসিটিভির ফুটেজমূলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে শিশুটির পিতা উক্ত বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ বিভিন্ন উপায়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করে উল্লেখিত সময়ে তার নিজ গ্রামের বাড়ি সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয় নিয়ে শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। বিভিন্ন ভাবে চেষ্টা করে তার পরিচয় শনাক্ত করা হয়। ২২ মার্চ বিকেলে লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

0Shares

নিউজ খুজুন