লোহাগাড়ার পদুয়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ বশির মোঃ সিকদার পাড়ায় জনৈকা বৃদ্ধার ঝুলন্ত মরদেহ তার নিজ বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ২৯ মে সকাল আনুমাণিক পৌণে ১১ টায় উক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। উক্ত বৃদ্ধার নাম ফাতেমা বেগম (৭২)। সে উল্লেখিত এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী এবং ৮ সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ এহসান ও ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ। ওয়ার্ড মেম্বার মোঃ এহসান জানান, মহিলাটি এক প্রকার মানসিক ব্যাধিগ্রস্ত ছিল। ২৮ মে দিবাগত রাতে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতের যে কোন এক সময় তার কক্ষের লোহার এঙ্গেলের সাথে শাড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে উক্ত বৃদ্ধা ঘুম থেকে না উঠায় স্বজনেরা তার খোঁজ নিতে থাকেন। এক পর্যায়ে তাঁরা দেখতে পান গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহটি। এরপর আশেপাশের লোকজন এগিয়ে এসে দৃশ্যটি দেখার পর তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন। থানার ওসি রাশেদুল ইসলামের নির্দেশে এসআই শরিফুর ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুলন্তাবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষ করেন। এরপর স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম উল্লেখ করেছেন। নিহতের পারিবারিক সূত্রে আরো জানা গেছে, উক্ত বৃদ্ধা পূর্বেও এভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল একাধিকবার। কিন্তু তার ওইসব চেষ্টা ব্যর্থ হয়েছিল।

0Shares

নিউজ খুজুন