লোহাগাড়া থেকে মোঃ ইউসুফঃ উপজেলার বড়হাতিয়া ইউনিয়নস্থ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বড়হাতিয়া স্টুডেন্টস ফোরাম কর্তৃক আয়োজিত মেধা যাচাই গোল্ড মেডেল বৃত্তি’২৩ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক দেলোয়ার হোসাইন ইমন। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহাবায়ক নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামীবাদী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শুক্কুর, সাবেক প্রধান শিক্ষক লোকমান হাকিম, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মামুনর রশিদ, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াত আমীর জসিম উদ্দীন, সমাজ সেবক কাইছার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার সাথে সাথে শিক্ষার্থীদের মন-মানসিকতার বিকাশ সাধনে শিক্ষক ও অভিভাবক মহলকে ভূমিকা রাখতে হবে। জাতিকে সৃজনশীল শক্তিতে পরিণত করতে হলে শিক্ষার্থীদের মমনশীলতায় শান দিয়ে তাদের অগ্রযাত্রা গতিশীল করে তুলতে হবে। এ’ব্যাপারে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সমাজিক সংগঠনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে ১শত ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরষ্কৃত করেন অতিথিবৃন্দ।