প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয় রবিবার খুলে দেয়া হচ্ছে। তবে খুলছে না ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো। আজ ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে মাধ্যমে জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহারে সই করা আদেশে বলা হয়, ১২সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌরসভা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগষ্ট থেকে খুলছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
উপযুক্ত আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।