চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালক ও ৫ম সমাবর্তনের সকল উপ-কমিটির আহ্বায়ক, সদস্য ও সদস্য-সচিবদের সমন্বয়ে সমাবর্তন-পরবর্তী এক মতবিনিময় সভা চবি ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে ১৯ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবর্তন সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এতে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপাচার্য তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের মতো বড় অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আমরা বিশ্বের একটি বড় সমাবর্তন হিসেবে দেখছি। আমাদের টিম এবং সমাবর্তনের বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ দিন-রাত পরিশ্রম করে সমাবর্তন সফল ও সার্থক করেছেন। তিনি আরও বলেন, এ সমাবর্তনকে ঘিরে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করে ধন্যবাদ জানিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তিনি বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা, সুশাসন ও ন্যায্যতার ভিত্তিতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। ৫ম সমাবর্তন অনুষ্ঠানের মেগা কর্মযজ্ঞে যে সকল ত্রুটি-বিচ্যুতি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও চমৎকার অনুষ্ঠান উপহার দিতে পারবো।
উপ-উপাচার্য (একাডেমিক) মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, চবির ৫ম সমাবর্তনে দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সফল সমাবর্তন আয়োজন করতে পেরেছি। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে। আমাদের সীমাবদ্ধতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা কারণে কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত সভায় সকলকে শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন জানান। তিনি বলেন, ৫ম সমাবর্তন অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে যে সকল কমিটি গঠন করা হয়েছে, সেসব কমিটির আহ্বায়ক, সদস্য ও সদস্য-সচিবগণ এ অনুষ্ঠানকে নিজেদের পরিবারের ছেলে-মেয়ের বিয়ের অনুষ্ঠান হিসেবে ধরে নিয়ে রাত-দিন পরিশ্রম করেছেন। তাছাড়া প্রতিটি বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ আন্তরিকতার সাথে এ অনুষ্ঠান সফল করতে কাজ করেছেন। এজন্য তিনি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ অনুষ্ঠানের সকল ত্রুটি-বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সমাবর্তনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইন অনুষদের ডিন ও ৫ম সমাবর্তন প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন ও প্যান্ডেল, সাজসজ্জা ও আসন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. গোলাম কিবরীয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও পরিবহন/সফটওয়্যার ক্রয় উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এবং ফিশারিজ অনুষদের ডিন ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, সিনেট সদস্য প্রফেসর মনছুর উদ্দিন আহমেদ, শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, রসায়ন বিভাগের প্রফেসর ও র্যালি, অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক ড. মনির উদ্দিন, আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম. আবদুল কাদের, ফাইন্যান্স বিভাগের সভাপতি ও ৫ম সমাবর্তন উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. শামছু উদ্দিন আহমদ, পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মাহ-এ-নুর কুদ্সী ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ড. সৈয়দা হালিমা বেগম, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ও প্রচার-প্রকাশনা উপ-কমিটির সদস্য ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, বনবিদ্যা ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. লুলু ওয়াল মরজান, তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ও প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য-সচিব ড. মো. শহীদুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অত্যন্ত সফল ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়েছে। এ গৌরবময় আয়োজনে অংশগ্রহণকারী সম্মানিত সমাবর্তী, তাদের পরিবার, বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর পরিবারের সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সকলের সহযোগিতা, উপস্থিতি ও উদ্দীপনা এ অনুষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সমাবর্তনের এ আনন্দঘন মুহূর্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশাবাদী, সমাবর্তীরা তাদের অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে দেশ, জাতি ও বিশ্বব্যাপী মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।