চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির এক সভা গত ৫ জুলাই সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম বশির আহাং চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোঃ সাজেদুল আলম চৌধুরীর পরিচালনায় সভায় সংগঠনের সদস্যদের উপস্থাপিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আলহাজ্ব জানে আলম, সহ সভাপতি হাজী বখতেয়ার মিয়া, হাজী এস এম মোস্তফা, মোঃ গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ সোলায়মান হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ তামিন জুনায়েদ রাজিব, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  সহ প্রচার সম্পাদক এম কতুব উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ কামাল, মোঃ ইকতিয়ার উদ্দিন, সদস্য মোঃ সানোয়ার হোসেন, সমিতির সহকারী মোঃ দিদার।

সভায় আলোচনার হয় সংগঠনের সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় ও পাশাপাশি সদস্য সংগ্রহ করে সংগঠনকে বিস্তৃত করার মাধ্যমে ডেকোরেশন মালিকদের জন্য কল্যাণ কর সংগঠনে পরিণত করা। সংগঠনের সকল সদস্যদের পাশে থাকার লক্ষ্যে সংগঠনের স্থায়ী আমানত বৃদ্ধি, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেকোরেশন সামগ্রী ক্রয় করে ভাড়া অথবা স্থায়ী জায়গা ক্রয়ের বিষয়ে স্বচ্ছতার মধ্যে দিয়ে সংগঠনের কাজ করার জন্য সকল সদস্যরা আবারো একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0Shares

নিউজ খুজুন