হালিশহর থানা শাখার সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চট্টগ্রাম জেলার হালিশহর থানা শাখার সম্মেলন ১১ ডিসেম্বর অস্থায়ী কার্যালয়ে সম্পাদক কমরেড ইমতিয়াজ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সম্পাদক কমরেড ইমতিয়াজ সবুজ বিগত সময়ের কাজকর্মের উপর সাংগঠনিক রিপোর্ট প্রেস করেন।
সম্মেলনে জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া। তিনি দ্বাদশ কংগ্রেস ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির এবং সাংগঠনি বিষয়ের উপর বক্তব্য রাখেন । আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড রবিউল হোসেন, কমরেড হাফিজ আহমেদ, কমরেড আবদুল হালিম ও কমরেড বদিউল আলম। সম্মেলনে কমরেড ইমতিয়াজ সবুজ কে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে বক্তারা বলেন ক্ষমতাসীনেরা দেশকে লুটেরা, সাম্প্রদায়িক ও মৌলবাদের অভয় অরুণ্যে পরিনত পরেছে। একে একে স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের সকল অর্জন শেষ করেদিচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধী লুটেরা বাজার অর্থনীতির মাধ্যমে সরকার মুক্তি যুদ্ধকে অপমান করছে। উন্নয়নের নামে জনগণের অর্থের হরিলুট করে চলছে, মেঘা প্রকল্পের মাধ্যমে মেঘা লুট চলছে। দেশের তিন শত্রু হলো সাম্রাজ্যেরবাদ, সাম্প্রদায়িকতা ও, লুটেরা ধনিক শ্রেণী। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে কমিউনিস্ট পার্টিকে চ্যাম্পিযন হতে হবে। তাই শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছাড়া শক্তিশালী বাম বলয় গড়ে উঠবেনা। দেশ ও জনগণের মুক্তির লক্ষ্যে দ্বিদলীয় বৃত্ত ভেঙ্গে কমিউনিস্ট বামপন্থীদের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে।

0Shares

নিউজ খুজুন