হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো এরিয়াতে আগুন

ঢাকা প্রতিনিধি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এরিয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। আনুমানিক দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনাটি জানতে পারা যায়।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, মোট ৩২টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ঘটনস্থলে বর্তমানে ১৬টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করছে।

এছাড়াও বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজে সহযোগীতা করছে।

এদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মাধ্যমে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে।

0Shares

নিউজ খুজুন