নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ও মহানগর যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে টাইগার পাড়স্থ নাছির খালের খনন কাজের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন এমনকি অনেক ক্ষেত্রে খালের মাঝেই ভবন নির্মাণ করা হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। জনগণের দুর্ভোগ কমানোর স্বার্থে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে, তা অপসারণ করতে আমরা বাধ্য হবো। আমাদের মূল লক্ষ্য হলো নাগরিকদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্ত করা।
মেয়র বলেন, একসময় চট্টগ্রামের জলাবদ্ধতা ছিল এক অভিশাপ। এখন আমরা প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি। বাকি অংশের সমাধানে খাল খনন, ড্রেন সংস্কার ও স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। আগামী বর্ষার আগেই নগরবাসী পরিবর্তনের বাস্তব চিত্র দেখতে পাবেন। আমার বর্তমান মূল ফোকাস হচ্ছে নগরের জলাবদ্ধতা কমানো, বিশেষ করে নিচু এলাকাগুলোতে। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা প্রায় ৫০ শতাংশ কমেছে। এবারের বর্ষায় চট্টগ্রামবাসী আগের বছরের তুলনায় স্বস্তির মুখ দেখেছে। চলমান প্রকল্পগুলো সম্পন্ন হলে আগামী বছর জলাবদ্ধতা নিরসনে আরও বড় পরিবর্তন দেখা যাবে।