সাংবাদিক হামলার প্রতিবাদে সিইউজের প্রতিবাদ সমাবেশ

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স থেকে বাবর মোনাফ : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীর চেরাগি পাহাড় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৭অক্টোবর সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ এর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন বিগত সময়ে তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। পাহাড় ও সরকারি জায়গা দখলসহ নানা অপকর্মের মাধ্যমে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এখনো তারা রূপ পাল্টিয়ে আরেক রাজনৈতিক দলের নেতার আশ্রয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিকরা সংশ্লিষ্ট প্রশাসনের উঠানে গিয়ে দাঁড়াবে।   অবিলম্বে দুই সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য যে, গত ৫ অক্টোবর জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান।

0Shares

নিউজ খুজুন