সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স থেকে অভিষেক চৌধুরী : সারাদেশে আজ ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)  পরীক্ষা বাংলা ১ম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় সকাল ১০ টায়।প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন ও  কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে  এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের তথ্য মোতাবেক এবার নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী।এর মধ্যে ছাত্র রয়েছে ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন। মোট ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সকালে সরেজমিনে ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র গিয়ে দেখা যায় বাইরে অভিভাবকদের ভীড়, কেন্দ্রে রয়েছে পুলিশ যারা সহযোগিতা করছে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিভিন্ন আসন বিন্যাস তথ্য দিয়ে শিক্ষার্থীদের আসন বিন্যাস খুজেঁ পেতে সাহায্য করা করছে।

বেশিভাগ পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে  পরীক্ষা কক্ষে আসন নিতে দেখা যায়। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

0Shares

নিউজ খুজুন