আজ সরস্বতী পূজা

আজ ৩ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাও জ্ঞানের দেবী সরস্বতী পূজ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও শাস্ত্র মতে, এই দিনটিকে বলা হয় ‘বসন্তী পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এ জন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতীপূজার আয়োজন করে থাকেন।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। গতকাল রোববার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে তিথি সম্পন্ন হয়।

রাজধানী ঢাকায়, চট্টগ্রাম সহ সারাদেশে বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় পূজার আয়োজন হয়।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পৃথক পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে।

0Shares

নিউজ খুজুন