৯৯৯ এ সংবাদের ভিত্তিতে ৩ ছিনতাইকারী আটক

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ৩ জন ছিনতাইকারীকে আটক করেন এবং ছিনতাইকাজে ব্যবহৃত ১টি ধারালো ছুরি, ছিনাইয়া নেওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।
ঊল্লেখ্য যে, বাকলিয়া থানাধীন নতুনব্রীজ বশরুজ্জামান গোলচত্ত্বর পাবলিক টয়লেটের পিছনে একজন ব্যক্তির নিকট হতে কতিপয় ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম মোঃ আব্দুল খোকন এর নিকট হতে ঘটনার বিস্তারিত অবগত হয়ে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ নুর হোসেন, মোঃ হানিফ ও মোঃ মাসুদ কে আটক করেন। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত ১টি ধারালো ছুরি ও ভিকটিম মোঃ আব্দুল খোকন (৩৫) এর নিকট হতে ছিনিয়ে নেওয়া ১টি Redmi Note ৮ মোবাইল ফোন এবং ছিনতাইকৃত নগদ ২০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।

0Shares

নিউজ খুজুন