৮ টি চোরাই মোবাইল সহ গ্রেফতার ৩

পতেঙ্গা মডেল থানার জিডি নং-৯৪২, গত ২০ জানুয়ারী মূলে পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গা, খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই অপো এ্যান্ড্রয়েড মোবাইল সহ মোঃ রিপনকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গা, মুন বেকারী গলিতে অভিযান পরিচালনা করে আরও ৭ টি চোরাই মোবাইল সহ মোঃ ইমন হোসেন কাউসার (২১) ও মোঃ রাসেল প্রঃ আপেল (২৩) কে আটক করা হয়।

0Shares

নিউজ খুজুন