৭টি স্টীলের টিপ ছোরা সহ গ্রেফতার ১০ ছিনতাইকারী

এসআই/মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি স্টীলের টিপ ছোরা সহ মোঃ শরীফ হোসেন প্রকাশ শরীফ(২১), মোঃ বাদশা(২২), মোঃ হানিফ(১৯), মোঃ ইমরান হোসেন লাবু(৪২),মোঃ ওমর ফারুক ইফতি (১৯)জয় বৈঞ্ষব (১৯), মোঃ সালাউদ্দিন (১৯), শাকিব খান (২০), মোঃ জুয়েল(১৯), রনি দাশ (২১)কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে তারা রাত্রি বেলা ও ভোর বেলায় স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদেরকে চাকু/ছোরার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহনের জন্য রাতের বেলায় কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ পাশে অন্ধকার খালি জায়গায় একত্রিত হয়ে শলাপরামর্শ করছিল।
পৃথক এক অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ছিনতাইয়ের অভিযোগে শাকিব খান, মোঃ জুয়েল ও রনি দাশকে হাতেনাতে আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

0Shares

নিউজ খুজুন