৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কারে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে হবে : আসহাব উদ্দীন

লোহাগাড়া থেকে মোঃ ইউসুুফ :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ৩১ দফা বাস্তবায়নপূর্বক রাষ্ট্র সংষ্কারে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি’র সুষ্ঠ রাজনৈতিক ধারায় জনগণকে সংপৃক্ত কতে দলের গ্রহণযোগ্যতা আরো বাড়াতে হবে। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় দলীয় রাজনৈতিক কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। গত ২০ অক্টোবর রবিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নস্থ ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন চরম্বা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নুরুল হক। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবু তাহের, চরম্বা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সৈয়দ আহমদ মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও চরম্বা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দিদারুল আলম, নাজিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা ডাঃ সৈদয় মোঃ মহিউদ্দীন, শহিদুল আলম, আলাউদ্দীন বাচ্ছু, ইমামুল আবেদীন রিপন, দেলোয়ার হোসেন চৌধুরী, মোবারক হোসেন বাবু, হাফেজ আহমদ, নাজিম উদ্দীন, মোক্তার আহমেদ, সাহাব উদ্দীন প্রমুখ।

সাবেক ছাত্রদল নেতা সেলিম উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইসফাক উদ্দীন চৌধুরী ইভু, তারিকুল হক, গিয়াস উদ্দীন, জহির উদ্দীন, শহিদুল্লাহ মোঃ সাগর, শওকত হোসেন, সাইফুল ইসলাম,মহিউদ্দীন, সাইমুল ইসলাম সিয়াম,আরমান হোসেন, মোঃ মামুন,শহিদুল ইসলাম,নাহিদুল ইসলাম, তানভির হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

0Shares

নিউজ খুজুন