২৪-এর অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াত আমীরের শুভেচ্ছা বিনিময়

ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি আজ সোমবার ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষ করে যাত্রাবাড়ীতে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করতে যান। ২৪-এর অভ্যুত্থানে নিহত শহীদ আসলাম, শহীদ শাকিল উদ্দিন, শহীদ জাহাঙ্গীর,  শহিদ জিহাদ, শহিদ শাওন, শহীদ নাঈম, শহীদ আরিফ হোসেন এবং শহীদ নাসির-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াত ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামায়াত আমীর শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় তিনি শহীদ আরিফ হোসেনের সদ্যজাত সন্তানকে কোলে তুলে নেন ও পরম স্নেহ-মমতায় আদর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও জনাব কামাল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এআর আজাদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

একই দিনে আমীরে জামায়াত ২৮ অক্টোবরের শহীদ হাফেজ শিপন, শহীদ সাইফুল্লাহ মোঃ মাসুম, জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান, শহীদ জুনায়েদ, শহীদ শাহরিয়ার খান আনাস এবং শহীদ ইসমাইল হোসেন রাব্বীর পরিবারের সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

0Shares

নিউজ খুজুন