অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গত ২ জুন এ বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।এটি ছিল দেশের ৫৪তম এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।
চূড়ান্ত অনুমোদনকালে সরকার বাজেটের সামগ্রিক আকার অক্ষুণ্ন রেখে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বরাদ্দ ১০ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৯১ হাজার ২৯৭ কোটি টাকায় উন্নীত করেছে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদ চলতি মাসের শুরুতে উত্থাপিত প্রস্তাবের কিছু সমন্বয়সহ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে। চূড়ান্ত বাজেটে ফ্ল্যাট এবং ভবনে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ । আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে সরকার ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা অনুন্নয়ন খাতে বরাদ্দ করেছে এবং ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থবছরের ২ লাখ ৫৬ হাজার কোটি থেকে কমিয়ে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা । যা জিডিপির ৩ দশমিক ৬২ শতাংশ।
সকল ধরনের পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য ট্যারিফ মূল্যের পরিবর্তে ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্ক ব্যবস্থা চালু করার লক্ষ্যে আবদুর রহমান খান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের জন্য নির্ধারিত ৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৩ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে নির্ধারিত ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশে আনা হয়েছে।
সৌরবিদ্যুৎ উৎপাদনের সাথে সম্পর্কিত সরঞ্জামগুলোকে আরও সহজলভ্য করার লক্ষ্যে তিনি বলেন, সোলার ইনভার্টারের উপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জারি করা ছাড় সুবিধার আওতায় হাসপাতালগুলো কর্তৃক চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে আরও ১০টি আইটেম যুক্ত করা হয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা জনগণের জন্য আরও সহজলভ্য হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ।