নিজস্ব প্রতিবেদক – মানুষকে সেবা ও সহযোগিতা নিয়ে সব সময় কাজ করে যাচ্ছে হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক ইউএসএ। তারই ধারাবাহিকতায় দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক ইউএস এর উদ্যােগে কৃত্রিম পা সংযোজনে করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী, কলামিস্ট মুসা খান,এডভোকেট আইয়ুব, মনোয়ার মুন্না সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ইউনুস গণি চৌধুরী জানান, আমাদের সংগঠনের উদ্যােগে আমরা এভাবেই ৭ জনকে কৃত্রিম পা সংযোজন করতে সক্ষম হয়েছি। ফলে তাদেরকে আমরা নতুন করে বাঁচার জন্য অনুপ্রেরণা দিয়েছি। আমাদের এই মহৎ কার্যক্রমটি সব সময় চলমান রয়েছে।
পাঠক সংখ্যাঃ ৪৩
0Shares