নিউজ চাটগাঁ থেকে মো: আবু বকর সিদ্দিক :
জাঁকজমকপূর্ণ পূণমিলনী অনুষ্টান সফল করার লক্ষকে সামনে রেখে গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে মিলিত হয়েছে জামেয়ান দা:২০০২ ও আ:২০০৪ ব্যাচের ক’জন বন্ধু।
সাগরের ঢেউয়ের তালে তালে নৌকায় ভ্রমন, সাগরের মুগ্ধতা উপভোগ, রেস্টুরেন্টে রুচিকর নানা পদের ভূরি ভোজসহ হইহোল্লোড়ের মধ্য দিয়ে কিছু সময়ের জন্য তারা হারিয়ে যায় শৈশবে।
বন্ধুত্বের বন্ধনে একত্র হয়ে ছিলেন- মোস্তাফা হাকিম সিটি কর্পোরেশন কলেজের লেকচারার নুরুল আবসার, ফুলকলি হেড অফিস বাকিলয়া চট্টগ্রামের ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক, কন্টিনেন্টাল গ্রুপের ম্যানেজার মাহতাব বাঙ্গালি, হক্ব ইলেকট্রনিকের স্বত্বাধিকারী মো: শাহেদ, বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল হামিদ, হক্ব স্টোরের স্বত্বাধিকারী মো: মোদাচ্ছের, আয়মা মোটর্স-এর সত্ত্বাধিকারী সালেহ্ আহমদ, একেএস রোলিং মিল ইন্জিনিয়ার কাজী এরশাদ,ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, টিভিএস ডিলার সেজবাহ উদ্দিন লিটন ও ওয়াল্টন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ মো; মুহি উদ্দিন প্রমূখ।
যারা একত্র হয়েছেন এবং যারা নানা ব্যস্ততায় আসতে পারেনি সবাইকে কৃতজ্ঞতা জানানো হয়। সামনে নানাবিধ কর্মসূচি সফলকরণ সহ নতুন বছরের শুরুতে আবারও মিলিত হবার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অনাড়ম্বর রিউইনিয়ন সহ নানাবিধ কর্মসূচি সফল করার লক্ষে প্রফেসর নুরুল আবসার, মো: আবু বকর সিদ্দিক, মাহতাব বাঙ্গালী, মো: মোদাচ্ছের ও আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেয়া হয়।
সকল বিভেদ ভূলে সবকিছুকে পিছনে পেলে হারানো সকল বন্ধুদের অংশগ্রহণে অতি শিঘ্রই
মহামিলন ঘটুক এই প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে জামেয়ান দা:২০০২ ও আ: ২০০৪ ব্যাচ।
লক্ষ্যার্জনে ব্যাচের সকল বন্ধুদের এগিয়ে আসার আহ্বান।