হাটহাজারীতে ভোগ্য পণ্যর মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অর্থদণ্ড

নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে ৭নভেম্বর ২৪ইং দুপুরে হাটহাজারী বাজার মনিটরিং করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

এসময় মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুলালের স্টোর কে ৫ হাজার হাজী জেবল হোসেন স্টোর কে ৪ হাজার সহ ২টি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে সময় হাটহাজারী থানা পুলিশ এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।
উপজেলা ব্যাপি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহার শারমীন।

0Shares

নিউজ খুজুন