হযরত শাহ্সুফি সুলতান শাহ সুলতানপুরী (রা.)’র মাজার জিয়ারত

নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার ঐতিহাসিক সুনতানপুর এলাকার নামকরণের প্রতিষ্ঠাতা, ৩৬০ আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক সাধক, অলিকুল শিরোমণি, হযরত শাহ্সুফি সুলতান শাহ সুলতানপুরী (রা.) এর ৬১০তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে রাউজান পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের কাজী পাড়াস্থ হযরত শাহ্সুফি সুলতান শাহ সুলতানপুরী (রা.) দরবার শরীফ জিয়ারতে যান সুন্নি মতাদর্শের পরিবার। সাপ্তাহিক সুন্নিয়তের আলো পরিবারের শেখ নজরুল ইসলাম মাহমুদ ও সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২২ জানুয়ারি মাজার জিয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ, মিলাদ, বিশেষ দোয়া, মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। হযরত শাহসুফি সুলতান শাহ সুলতানপুরী (রা.) একজন মহান আধ্যাত্মিক সাধক। তিনি ৩৬০ আউলিয়ার অন্যতম একজন বুজর্গ ও সুফিসাধক ছিলেন। তার নামেই রাউজানের সুলতানপুর গ্রামের নামকরণ হলেও এই মহান সুফিসাধক অবহেলা অযতেœ বিস্মৃত রয়েছে। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সুন্নি জনতার সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দরবারের খাদেম মুহাম্মদ আরমান, ওয়ারেশানে খাদেম আবু তৈয়ব, মো. জসিম উদ্দিন, মোস্তফা কামাল, মোহাম্মদ রায়হান, মো. শাহাবুদ্দিন, রুবি আকতার, মনোয়ারা বেগম, শুক্লা দাশ ও নিরূপমা বড়–য়া। জেয়ারত শেষে দেশ-জাতি ও সকল মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

0Shares

নিউজ খুজুন