হযরত শাহসুফি সৈয়্যদুনা সিদ্দীক উল্লাহ জৈনপুরী (রহ.)’র বার্ষিক খোশরোজ মোবারক

নিউজ চাটগাঁ ডেক্স: আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রিয় হাবিব রহমতুল্লিল আলামিন (স.)’র প্রিয় অলি ও কামেল ফিদায়ে ইশ্বকে ওয়াইস ক্বরণী আরিফে রাব্বে জুলমিনাননী সালিকে ত্বরিক্বত, মুশাররফে মারিফাত, শাম-এ-হুদা, দরওয়াসেে বা খোদা হযরত শাহসুফি সৈয়্যদুনা সিদ্দীক উল্লাহ জৈনপুরী (রহ.)’র পবিত্র বার্ষিক খোশরোজ মোবারক দুদিনব্যাপী ২৯ ও ৩০ জুন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথম দিন ২৯ জুন খুলশী থানাধীন বাগানবাড়িস্থ সেগুনবাগান এলাকায় এবং ৩০ জুন হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকার সন্দ্বীপ কলোনী রোডস্থ দরবার কলোনীতে অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী বার্ষিক খোশরোজ মোবারকের কর্মসূচিতে রয়েছে প্রতিদিন বাদে ফজর পবিত্র খতমে কোরআন, দরুদে নারীয়া, বাদে আছর খতমে তাহলিল, বাদে মাগরিব নাতে রসুল (স.), মহান মুর্শিদ কেবলার শানে বয়ান, মিলাদ, ক্বিয়াম, ছেমা মাহফিল ও তবারুক বিতরণ। উভয় দিনে আখেরী মোনাজাত ও বিশেষ দোয়া পরিচালনা করবেন হযরত হানিফ সিদ্দীকি জৈনপুরী (ম.জি.আ)।

0Shares

নিউজ খুজুন