নিউজ চাটগাঁ ডেক্স : আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ছোট দারোগাহাট তাহের মনজুর কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অত্র কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের সুযোগ্য সন্তান অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, অধ্যাপক আবু ছগীর ও সমাজসেবক জসিম উদ্দিন সহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপন করেন অত্র কলেজের প্রভাষক শারমিন আক্তার। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি তরুণ শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম বলেন, আলোকিত মানুষ ছাড়া দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ছাত্র-ছাত্রী হতে হবে। আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আলোকিত স্মার্ট নাগরিক গড়ার প্রত্যয়ে কলেজ, স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে যাচ্ছে। তিনি বলেন, আমার পিতা সাবেক মেয়র এম. মনজুর আলম শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করে সমাজে আলোকিত মানুষ গড়ে আলো ছড়ানোর কাজটিই করে যাচ্ছেন। আমরা সমাজসেবা, শিক্ষা বিস্তার ও রাজনীতির সমন্বয় সাধন করে মানুষের কল্যাণ করে যাচ্ছি। আমাদের এ প্রয়াস সফল হলে দেশ ও জাতি উপকৃত হবে।