উপ-মহাদেশের আপসহীন কমিউনিস্ট বিপ্লবী কমরেড আব্দুল হক এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ২২ ডিসেম্বর দোস্ত বিল্ডিং জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা সদস্য মোঃ লোকমান। সভা পরিচালনা করেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুন, বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি চট্টগ্রাম জেলা আহ্বায়ক মোঃ ইউছুপ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি দেব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় কমরেড আব্দুল হকের সংগ্রাম জীবন নিয়ে আলোচনা হয়। আলোচনায় বক্তারা বলেন, কমরেড আব্দুল হক সম্ভ্রান্ত পীর পরিবারে জন্মগ্রহন করে ও এই উচ্চ শিক্ষিত ব্যক্তিটি আজীবন শ্রমিক-কৃষক-জনগণের মুক্তির জন্য সা¤্রাজ্যবাদ-সামন্তবাদ-দালাল-পুঁজির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। তিনি মনে করতেন সা¤্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র-সরকার-সংবিধান প্রতিষ্ঠা ছাড়া জনগণের মুক্তি নাই। দেশে আজ সা¤্রাজ্যবাদ ও তার এদেশীয় দালাল সরকারের স্বৈরাচারী শাষণ-শোষণে জর্জরিত। জনগণের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ ও ভোটের অধিকার খর্ব করা হচ্ছে। এই অবস্থায় শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধভাবে দাবী ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি