দৈনিক সাঙ্গুর যুগ্ম সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার বান্দরবান প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদের মৃত্যুতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষে সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়া, সহ সভাপতি মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য হাসিনা জাফর, সহ সভাপতি কণ্ঠশিল্পী রুহি মোস্তফা, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার খান, বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম, খেলাঘর সংগঠক কবি আশীষ সেন, পান্থ সম্পাদক কবি বিদ্যুৎ কুমার দাশ, সংগঠনের সাধারণ সম্পাদক গীতিকার মোহাম্মদ লিপটন, দপ্তর সম্পাদক সাংবাদিক রোকন উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক টেলিভিশন ব্যক্তিত্ব জাফর ইকবাল ভূঁইয়া, সঙ্গীত বিষয়ক সম্পাদক পূর্ণিমা দাশ, সদস্য সাংস্কৃতিক সংগঠক পরিমল দত্ত, সদস্য চট্টগ্রাম টেলিভিশন সঙ্গীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ সাংবাদিকতা পেশাকে সমাজ উন্নয়নের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। সাংবাদিকতায় আমৃত্যু তিনি সততাকে বুকে ধারণ করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, সাহসী ও আদর্শ সাংবাদিককে হারিয়েছে। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রাম তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। প্রেস বিজ্ঞপ্তি