স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন সংবর্ধনা কমিটি মতবিনিময়

নিউজ চাটগাঁ ডেক্স : গত ৭ মে শনিবার বিকাল ৫টায় নগরের চন্দনপুরাস্থ এনএসি ভবনে সংগঠনের আহ্বায়ক লায়ন প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ সবুর, মো. কামাল উদ্দিন। অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
সভায় বক্তারা বলেন, প্রাচ্যের রানী চট্টগ্রাম হচ্ছে গুণীজনের চারণভূমি। হাজারো গুণীজনের জন্মস্থান বীর প্রসবিণী চট্টগ্রাম। চট্টগ্রামের বহু গুণীজন দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করে এবং পুরস্কার ছিনিয়ে এনে চট্টলবাসীকে গৌরবান্বিত করেছেন। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন এবং চট্টগ্রামের সম্মান মানেই বাংলাদেশের সম্মান। বক্তারা আরো বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের একুশের প্রথম কবিতা চট্টগ্রাম থেকেই রচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা আন্দোলনে ছয় দফা, পরবর্তীতে এক দফা এবং স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই উচ্চারিত হয়েছিল। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, হাবিবুর রহমান হাবিব, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. মাইনুল ইসলাম, প্রমুখ।

0Shares

নিউজ খুজুন