স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিভাগীয় কমিটির সভাপতি জাফর উল্ল্যাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর স্যার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সিঃসহ সভাপতি দিদার হোসেন,চীফ ট্রেন কন্ট্রোলার/সিআরবি মোঃ জসিম উদ্দিন, ডিভিশনাল ট্রেন কন্ট্রোলার/সিআরবি শাহিদ হোসেন খোকন, টিআই/পোর্ট এনামুল হক সিকদার ,স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এস এম ফকরুল আলম পারভেজ,আব্দুস সালাম ভূঁইয়া,মুহাম্মদ হারুন,আবু জাফর মজুমদার,মোঃশফিকুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-কল্যান ট্রাস্টের পরিচালক জাহিদুল ইসলাম,এসএম/ক্যান্টনমেন্ট আবু হানিফ,এসএম/কুমিরা সাইফুদ্দিন বশর,এসএম/ভাটিয়ারি সঞ্জিব দাশ,এসএম/নাঙ্গলকোর্ট মোঃ জামাল,এসএম/গোমদন্ডি মাজহারুল ইসলাম,প্রাক্তন এসএম/ফৌজদার হাট রতন চন্দ্র দাশ,এসএম/চিনকিআস্তানা সিরাজুল ইসলাম,এসএম/বাড়বকুন্ড রাজ কুমার রায়,সিএসএম/পাহাড়তলি লোকমান খাঁন,সিএসএম/চট্টগ্রাম কেবিন রশিদুল আলম,আরএসএম/চট্টগ্রাম শেখ আহমেদ,এসএম/ঝাউতলা জনাবা ওয়াহিদা রহমান,এসএম-৪ তান্নি বড়ুয়া,শামছুজ্জামান বাপ্পী,মাঈন উদ্দিন মামুন,সাইফুল আলম মিঠু,শরিফুল ইসলাম,তন্ময় চৌধুরী,সালমান শাহ রনি,মোকতার আহমেদ,রোজিনা আক্তার,শিরিন আক্তার,আতিকা বেগম,এএসএম-পপি রানি বর্মন,আর্শেল আজিম,সামসুন নাহার কর্মচারী মফিজুল ইসলাম,মোশাররফ হোসেন,আজিজুল্লাহ আজাদ,আব্দুর রহিম,হাবিব,নুরুল হুদা প্রমুখ।