সৈয়দপুর নুর কাশেম একাডেমির অভিভাবক সমাবেশ

বাবর মুনাফ : বোয়ালখালী উপজেলার সৈয়দপুর নুর কাশেম একাডেমির এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও সম্পাদক সেকান্দর আলম বাবর। দশম শ্রেণির শ্রেণি শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার চক্রবর্তী।

প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ কাশেমের কনিষ্টপুত্র এস এম রাসেম বাপ্পী। এতে অভিভাবকদের পক্ষে একাধিক অভিভাবক বক্তব্য রাখেন।

আগামীতে স্কুলকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ পাস নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

0Shares

নিউজ খুজুন