সেবা প্রদানে স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি: ভূমি সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, ডিজিটাল ভূমিসেবায় দায়িত্ব প্রাপ্তরা সেবা প্রদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত না হলে তারা শাস্তির আওতায় আসবেন। এছাড়া সেবা যথাযথভাবে প্রদানের নিমিত্তে ভূমি সহকারীদের প্রতি বেশি নির্ভরশীলতা পরিহার করতে হবে। ভূমি সেবা গতিশীল করতে পর্যায়ক্রমে সেবা প্রদানকারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতি জেলার অন্তত তিন জনকে মাস্টার ট্রেইনার করে গড়ে তোলা হবে, যাতে করে তারা জেলার অন্যদের প্রশিক্ষিত করতে পারে।

আজ রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের সাভাকক্ষে ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিমিত্তে গৃহীত ‘অটোমেশন প্রকল্পে’র সভায় ভূমি সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ভূমি মন্ত্রণালয় জনগণের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। জনগণের সেবায় স্বচ্ছতা, সততা এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে। ভূমি সেবা প্রদানে আন্তরিক ও যত্নশীল হতে হবে এবং সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

0Shares

নিউজ খুজুন