নজিস্ব প্রতবিদেক সৈয়দ সুলতান আহমদ শাহ্ (ক:) আল্ কাদেরী’র ৪২তম বার্ষিক ওরশ শরীফ নগরীর উত্তর আগ্রাবাদ চারিয়া পাড়াস্থ আস্তানায়ে আমির ভান্ডার আল মাইজভান্ডারীয়ায় গত ১৮ জানুয়ারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, খতমে কোরআন, দুপুর ১২টায় রওজা শরীফ গোসল ও গিলাপ ছড়ানো, বাদে আসর হতে এশা পর্যন্ত খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, সারারাত ব্যাপী ছেমা মাহফিল, জিকির আজকার আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের সুফী স¤্রাট আলা হযরত হাসনাত মাওলা বাবাজান কেবলার ছোট শাহজাদা আলহাজ্ব শাহ্ সুফি সৈয়দ ফখরুদ্দিন শাহ্ আমির ভান্ডারী (মা.জি.আ.)। সাহেবজাদা মুফতি মুশকিল কোশা আমিরী (মা.জি.আ.)। আলহাজ্ব সৈয়দ সালামত আলী আমিরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হযরতুলহাজ্ব সৈয়দ ফরীদ উল আনোয়ার হাফেজ নগরী (মা.জি.আ.), সুফি ছাগির শাহ আল হাছনাত আমেরী আল্ চিশতী (মা.জি.আ.), কাউন্সিলর হাজী নুরুল হক, কাউন্সিলর জাহেদা বেগম পপি, সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওরশ শরীফ শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।