ক্রীড়া ডেস্ক : ২৯ অক্টোবর সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা: শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম এর সঞ্চালনায় উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মোঃ আলমগীর হোসেন। উদ্বোধনী খেলায় পরস্পরের মোকাবেলা করে কল্লোল সংঘ গ্রীণ বনাম এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্ঠা সৈয়দ আবুল বশর, মোঃ হাফিজুর রহমান, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মো: আমিনুল ইসলাম, মোহাং শাহজাহান, মো: মাহবুব আলম, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুল আবছার, কোষাধ্যক্ষ এ.কে.এম. আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মদ, সদস্য প্রবীন কুমার ঘোষ, আলী আকবর, ফজলে রাব্বি খান সাজ্জাদ, আবু সামা বিপ্লব, শওকত হোছাইন, আলী হাসান রাজু, এ. এস. এম. সাইফুদ্দিন চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী (মনি), আসিফ আহমেদ, আব্দুল কুদ্দুছ সেন্টু, মো: মামুনুল ইসলাম, টুর্নামেন্টের বিভিন্ন উপ কমিটির সদস্য এনামুল হক, মাহমুদুর রহমান মাহবুব, আছলাম মোরশেদ, কামাল উদ্দিন, হারুন রশীদ, ওয়াসিম কামাল রাজা, সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, ইয়াসির আরাফাত পাবলু, সালাউদ্দিন জাহেদ, সোহেল আহমেদ, আবদুল মোমেনসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
কল্লোল সংঘ গ্রীণ বনাম এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব এর মধ্যকার উদ্বোধনী খেলাটি গোলশূন্য ড্র হয়। উদ্বোধনী খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের খেলোয়াড় শহীদুল আলম সুমন (জার্সি-০৭)। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০/- টাকা তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আবছার, সদস্য আবদুল কুদ্দুস সেন্টু ও আসিফ আহমেদ।
আগামীকাল ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২.৪৫ টায় ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।
পাঠক সংখ্যাঃ ৭৪
0Shares