নিজস্ব প্রতিবেদক : সরকারী সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মোহাম্মদ ফখরুল হাসান নয়ন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে সরকারী সিটি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনার্সের ১ম বর্ষ থেকে রাজনীতি তথা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল। এই যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হওয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নিয়ে এসেছে একটি বিশাল প্রাপ্তি।
এ বিষয়ে ফখরুল হাসান নয়ন নিউজ চাটগাঁ পত্রিকাকে জানান, সব সময় মুজিব আদর্শ কে ধারণ করে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চায়। আমাকে সুযোগ প্রদান করায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য যে, মোহাম্মদ ফখরুল হাসান নয়ন কর্ণফুলি উপজেলাস্থ বড়উঠান ইউনিয়নের শাহমীরপুরের আলেম আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাছান রেজভী হুজুরের সন্তান।