নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিইউজে দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ শেষে ফলাফল গগণা শেষে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।
সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম শামসুল ইসলাম পেয়েছেন ১৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ পেয়েছেন ১৪৩ ভোট।
অন্যান্য পদে নির্বাচিত হলেন সিনিয়র সহ-সভাপতি পদে স ম ইব্রাহিম, সহ-সভাপতি পদে সাইদুল ইসলাম , যুগ্ম সম্পাদক পদে মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মো. সরওয়ারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম, সদস্য পদে আহসান হাবিবুল আলম।
পাঠক সংখ্যাঃ ৫৭
0Shares