নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দিনপর চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) কার্যক্রম বাস্তবায়ন ও উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে নগরীর চেরাগী পাহাড় লুসাই ভবনে এক সমন্বয় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর নূরের সঞ্চালনায় সাংগঠনিক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসেবে কিরণ শর্মা, প্রধান বক্তা হিসেবে কামরুল হুদা, হারাধন চৌধুরী, নজরুল ইসলাম, এস এম পিন্টু, জাবেদ রকি সহ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা পেশার মাধ্যমে আমাদের সমাজের বিভিন্ন সমস্যা ও সত্য সামনে নিয়ে আসতে হবে। সিআরইউ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি কার্যক্রম বেগবান ও সংগঠনকে সাংবাদিকবান্ধব করার আহবান জানানো হয়। বস্তুনিষ্ঠ, বুদ্ধিমত্তা, জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের বিভিন্ন কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। নিজেদের জ্ঞানচর্চা ও চিন্তার পরিসর বৃদ্ধি করে জাতিকে প্রকৃত অর্থে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রদানে ভূমিকা রাখতে হবে।
সাংবাদিকতার মহৎ পেশাটির দায়িত্ব পালনের পাশাপাশি অবশ্যই সকলকে নীতি ও নৈতিকার বিষয়টি লক্ষ্য রাখতে হবে নিজেদের মধ্যে মানবিক গুণাবলী চর্চা করতে হবে।
সভাশেষে সংগঠন ও দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সিআরইউ’র কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।