সারোয়াতলীতে মাস্টার বাদল ভৌমিক পরিবারের কালীপূজা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের বিপ্লবতীর্থ সারোয়াতলী গ্রামের ঐতিহ্যবাহী মাস্টার বাদল ভৌমিক পরিবারের আয়োজনে আগামী ২০ অক্টোবর সোমবার দিনব্যাপী শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে মাঙ্গলিক অনুষ্ঠানে আয়োজন হয়েছে।

উক্ত পূজার সম্পূর্ণ পৌরোহিত্য করবেন চট্টগ্রামের পণ্ডিত দেবু প্রসাদ চক্রবর্তী। পৃথিবীর সকল জীবের মঙ্গল, দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি, এবং মানবতার কল্যাণ কামনায় আদ্যাশক্তি দেবী কালী মায়ের এই পূজাতে প্রার্থনা নিবেদন করবেন ভক্তরা।

ঐতিহ্যবাহী মাস্টার বাদল ভৌমিক পরিবারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার টিটন কান্তি ভৌমিক সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের আন্তরিক উপস্থিত কামনা করেছেন।

0Shares

নিউজ খুজুন