সাবেক মেয়র নাছিরের মাতা ফাতেমা জোহরা বেগম আর নেই

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : আজ ৩১ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন এর মাতা ফাতেমা জোহরা বেগম সকাল ৯.৩০ মিনিটে নগরীর বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাহী রাজেউন)।
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান, মরহুমার নামাজে জানাজা বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এবং কদম মোবারক সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মাতা ফাতেমা জোহরা বেগম মৃত্যুতে গভীর শোক জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, নিউজ চাটগাঁ পত্রিকার আইন উপদেষ্টা , ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার উপদেষ্টা আ জ ম নাছির উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারাধন চৌধুরী। তিনি তার শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

0Shares

নিউজ খুজুন