মহাতীর্থ বারুনীস্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আজ ১৪ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ এম. মনজুর আলমের কর্পোরেট কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় বারুনীস্নান উদযাপন পরিষদ আগামী ১৮ ও ১৯ মার্চ রাসমনি ঘাটে বারুনীস্নান উদযাপন সংক্রান্ত কর্মসূচির বিসয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময়ে সাবেক মেয়র এম. মনজুর আলম তাদের বারুনীস্নান উদযাপন সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ একটি কল্যাণমূলক রাষ্ট্র। জাতির পিতার কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের ধর্ম-কর্ম সুষ্ঠু ও সুচারুরূপে পালনে সবধরনের সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এদেশের সনাতন ধর্মীয়দের সকল উৎসবে আমি ছিলাম, আজও আছি এবং আগামীতেও থাকব। মতবিনিময়ে মহাতীর্থ বারুনীস্নান উদযাপন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি নাথ, সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশ, লিটন চন্দ্র দাশ, রনজিৎ নাথ, লিটন দেবনাথ, বাবুল দাশ, জুয়েল নাথ, সৌরভ দাশ, সুধীর চন্দ্র দাশ, তন্ময় দেবনাথ সহ অত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।