চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলম এর প্রতিষ্ঠান উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের উদ্যোগে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ দিবস ৭ মার্চ যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও স্বাধীনতার শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে অত্র কলেজে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অত্র কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলম। আলোচনা করেন অত্র কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, শিক্ষকদের মধ্যে কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, ড. বিকাশ কুমার মজুমদার, অসীম চক্রবর্তী, শাহ আলম মজুমদার, আবদুল্লাহ মহসিন, নুর মোহাম্মদ, আবদুস সালাম সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে চসিকের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তাঁর এ ভাষণ ছিল স্বাধীনতার বীজমন্ত্র। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ^ প্রামান্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। সাবেক মেয়র বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম সেরা ভাষণ। এ ভাষণ বহু ভাষায় অনুদিত হয়েছে। তিনি জাতির পিতার আদর্শে দেশ গড়ার বর্তমান ধারা অক্ষুণœ রাখার আহ্বান জানান।