সান্নিধ্যের উদ্যােগে সম্প্রীতির আহারের আয়োজন

সান্নিধ্যের ” সম্প্রীতি ” আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও ৩৮৮ মানুষের জন্য একবেলা আহারের আয়োজন করা হয়।
এই আহার আয়োজনের লক্ষ্য হচ্ছে, সান্নিধ্য মানে নিকটে, কোন কিছুর পাশে থাকা, অবস্থান করা। এটি সাধারণভাবে ব্যক্তিদের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ বা সম্পর্ক থাকতে বুঝায়।আমরা সবসময় চাই সমাজের চারপাশে সুবিধাবঞ্চিত মানুষজন আছে তাদেরকে আমাদের সান্নিধ্যে রাখতে। আমরা সবসময় চেষ্টা করি সুবিধাবঞ্চিত শিশু,মানুষজনের পাশে থাকতে।আমাদের প্রয়াসের লক্ষ্য হলো হাস্যরসের মধুর ছটা মুহূর্তে পরিবেশন করা মানুষের মুখে আনন্দের ছায়া।

0Shares

নিউজ খুজুন