নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বিকেলে সাতকানিয়ার সি ওয়াল্ড রিসোর্টের হল রুমে আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর।
দিদারুল আলম’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াত ইসলামী আমীর এডভোকেট আনুয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ ও সাতকানিয়া-লোহাগাড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।