সাতকানিয়ায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

সাতকানিয়ায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ জানুয়ারি বেলা ১২টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলানায়তনে পটিয়া তথ্য অফিসের আয়োজনে কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য, পুরোহিত ও সুধী সমাজের লোকজন অংশগ্রহণ করেন। পটিয়া তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাতকানিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী সংঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
কর্মশালায় অন্যদের বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানী ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতির সৈয়দ মাহফুজ উন্নবী খোকন।

0Shares

নিউজ খুজুন