সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকায় সংঘটিত আলোচিত সাজ্জাদ হত্যা মামলার মোট ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষের উপর গুলি বর্ষণ করলে স্থানীয় মোঃ সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন এবং অনেকে আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে মোঃ সাজ্জাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আলম বাদী হয়ে এজাহারনামীয় ১৭ জন ও অজ্ঞাতনামা ৩৫–৪০ জনের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩০, তারিখ: ২৯/১০/২০২৫ইং; ধারা: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন।
ডিবি ও বাকলিয়া থানার যৌথ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর চট্টগ্রাম মহানগর এলাকা ও আশপাশে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় আসামী সবুজ ইসলাম মিরাজ (২৪),  মোঃ সাইদুল ইসলাম (২০),এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২),মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭),  মোঃ আরাফাত (২২) ও মোঃ ওসমান (২৮), দিদারুল আলম রাসেল,গ্রেফতার হয়। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
0Shares

নিউজ খুজুন