নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া : লোহাগাড়া সাউন্ড হেলথ্ হাসপাতালের উদ্যোগে লোহাগাড়া প্রেসক্লাব’র নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বিকেলে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ডাইরেক্টর (এডমিন) মাহামুদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল। বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম.সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাজা মিনহাজ, হাসপাতাল ম্যানেজার শাহাব উদ্ধীন, সহকারী ম্যানেজার মারুফ হাসান প্রমুখ।
প্রধান অতিথি ডাঃ মুহাম্মদ ইকবাল সাংবাদিকদের অবগতির জন্য স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকদের চিকিৎসা সেবায় বিশেষ সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দেন। এ ছাড়া এলাকার জনগণের স্বাস্থ্য সেবার সার্বিক উন্নয়ন ও সহযোগিতা দেয়ার ঘোষণা দেন।
সভাশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিল শেষে সাংবাদিকদেরকে পুরষ্কার প্রদান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।