সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাধারণ শিক্ষা বিভাগ ও ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে “সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও মাদক প্রতিরোধে জনসচেতনতা” শীর্ষক মতবিনিময় সভা সম্প্রতি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আরেফিন নগরে, হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং মুখ্য আলোচক ছিলেন মোহাম্মদ শামসুল হক, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রাম। এসময় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, সাইবার অপরাধ , অনলাইন প্রতারণা ও মাদক এই তিনটি বিষয় বর্তমান সমাজ ব্যবস্থায় স্বাভাবিক জীবনযাত্রার জন্য অন্তরায় ও সবচেয়ে প্রকট সমস্যা। আমাদের সচেতন হতে হবে, জনসচেতনতা ছাড়া এসব বিষয়ে পরিত্রাণের সুযোগ নেই।
সভার মুখ্য আলোচক মোহাম্মদ শামসুল হক, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, সর্বনাশা মাদক প্রতিরোধে সচেতনতা ও প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় তিনি প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আইনি প্রতিকার সহ করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন।
সভায় সাউদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাইবার অপরাধের ক্ষেত্রে প্রতিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
পাঠক সংখ্যাঃ ১০৩
0Shares