মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আজ রোববার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এ.এফ. এম মোদাচ্ছের আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. শওকতুল মেহের, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা।
সকালে খতমে কুরআন দিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ)’র কর্মসূচি শুরু হয় এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন ।
পাঠক সংখ্যাঃ ৬১
0Shares