নিজস্ব প্রতিবদেক : চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সরোয়ার উদ্দিন আহমদ (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজেউন)। ১১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।
তিনি দীর্ঘদিন যাবত ইংরেজিতে পারদর্শী একজন সংবাদকর্মী ছিলেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী ছিলেন। সৎ সাহসিকতার সাথে সংবাদ পত্রে কাজ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।