সাংবাদিক আজিজুল হক আজিজ এর পিতা আর নেই ; সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আজিমপুর গ্রামের বিশিষ্ট সমাজ হিতৈষি, দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার পরিচালনা সম্পাদক, চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটির অর্থ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক আজিজ এর পিতা খতিব মাওলানা মোজাফফর আহমেদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজেউন)। আজ ৯ মার্চ বিকেল বার্ধক্যজনিত কারণে একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে পাচঁ পুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান তিনি।

মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, উপদেষ্টা সম্পাদক অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, নিউজ চাটগাঁ পত্রিকার আবাসিক সম্পাদক স্বপন মল্লিক, পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট জালাল উদ্দিন, বার্তা সম্পাদক ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজাজার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, লোহাগাড়ার সাংবাদিক মুনির উদ্দিন, সহ সম্পাদক মোহাম্মদ মুছা, আন্না ভট্টাচার্য্য, দীপঙ্কর দাশগুপ্ত, সাজেদুল আলম চৌধুরী মিল্টন,কোর্ট প্রতিবেদক সাংবাদিক টিপুশীল জয়দেব, আইন সম্পাদক এডভোকেট এ টি এম কামরুল ইসলাম, মোহাম্মদ হাছান সোহরাব উদ্দিন, ফটো সাংবাদিক ডাংকু সরকার, সাংবাদিক রুমকি দেবী, সাংবাদিক বিধান মিত্র, উপজেলা প্রতিনিধিবৃন্দ, সহ পত্রিকা পরিবার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শোক বার্তায় সম্পাদক জানান, তিনি ব্যক্তিগত জীবনে খুবই সদালাপী ও পরোপকারী ছিলেন। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয় ।

মরহুমের নামাজে জানাযা আগামীকাল সকাল ১১ ঘটিকায় সাতকানিয়াস্থ আজিমপুর শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

0Shares

নিউজ খুজুন