সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে উন্নত বিশ্বের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এ তহবিল বরাদ্দ ও বন্টনে আরও স্বচ্ছতার প্রয়োজন, যাতে উদ্দিষ্ট জলবায়ু কার্যক্রমগুলিকে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী গতকাল অ্যাজারবাইজানের শামাখিতে দু’দিনব্যাপী হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের প্রথম দিনে তাঁর বক্তৃতায় এসব কথা বলেন। নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন প্রণয়নে স্বল্পোন্নত দেশ এবং ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি স্পষ্ট জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করতে হবে, যাতে এটি ব্যাপকভাবে অভিযোজন, প্রশমন ও লস এন্ড ড্যামেজের বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে।

0Shares

নিউজ খুজুন