সচেতন নাগরিক কমিটি (সনাক)—টিআইবি, চট্টগ্রাম এর উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল এর সাথে ভূমি খাতে সেবার মান উন্নয়নে ভূমি কতৃর্পক্ষের সাথে মতবিনিময় সভা ২৩ মে সদর সার্কেল ভূমি অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল ইমরান মাহমুদ ডালিম। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক—টিআইবি’র সদস্য প্রফেসর মাইনুল হোসন চৌধুরী,এস এম ফরহাদ উল্লাহ ও সনাক সদস্য সঞ্জয় বিশ্বাস। টিআইবি চট্টগ্রামের এরিয়া কো—অর্ডিনেটর মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সদস্য ও ভূমি বিষয়ক উপ—কমিটির সদস্য সঞ্জয় বিশ্বাস।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল ইমরান মাহমুদ ডালিম বলেন, আমাদের প্রথম কাজ হলো সরকারের অনলাইন ভিত্তিক যে সেবাগুলো রয়েছে যা ভূমি অফিসে না এসে সেবাগ্রহীতারা ঘরে বসে সম্পন্ন করতে পারছে সেইসব সেবা সম্পর্কে জনগনকে জানানো। জনগণ গঠিক তথ্য পেলে ভূমি বিষয়ক সেবা গ্রহনে তৃতীয় পক্ষের শরনাপন্ন হবে না। সদর সার্কেলে যে দুইটি তহশিল অফিস রয়েছে সেগুলোতে একই সময়ে জনগণতে সঠিক তথ্যের ব্যাপারে উদ্বুদ্ধ করা হবে। সেবাপ্রার্থীদের হয়রানি কমাতে সরকারি নিয়ম অনুয়ায়ী নামজারির আবেদনের ২৮ কার্যদিসের মধ্যে নামজারি সম্পন্ন নিশ্চিত করা হবে। ভূমিকর পরিশোধে বিড়ম্বনা কমাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। সব—অফিস গুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করা হবে। জনগণ যাতে ভীতিহীন সেবা নিতে পারে এই ব্যাপারে সবাইকে সোচ্ছার করতে সনাক—টিআইবি’র সহযোগিতা কামনা করা হয়। নামজারি জন্য কোন সেবাপ্রার্থী মাসের পর মাস ঘুরবে সেটা এই অফিসে গ্রহনযোগ্য হবেনা। তিনি আরো বলেন, জনসেচতনা বৃদ্ধির জন্য সিটিজেন চার্টার, বিল বোর্ড , নতুন একটি ভাল মানের অভিযোগ বক্স এবং লিফলেট প্রস্তত করার পরিকল্পনা রয়েছে। সরকারি নিধার্রিত ফি এর মাধ্যমে সেবাগ্রহীতাদের সেবা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা এবং তৃনমূল পযার্য়ে জনসেচতনা বৃদ্দির জন্য সনাক ও ইয়েস গ্রুপের সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সনাক সদস্য এস এম ফরহাদ উল্লাহ চৌধুরী, এসিজি সদস্য, মো: ইমতিয়াজ আহমেদ, মোঃ আশরাফুল আলম ভূঁইয়া, মোঃ কিবরিয়া হোসাইন, সার্ভেয়ার রাজন কুমার বড়–য়া, নাজির কাম ক্যাশিয়ার ফরহাদ হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল ইমরান মাহমুদ ডালিম বলেন, আমাদের সবারই লক্ষ্য একটাই তা হচ্ছে সেবাগ্রহীতাদের সরকারি নিধার্রিত ফি দিয়ে ভোগান্তি ছাড়াই সেবা নিশ্চিত করা। ভূমি সেবা নিতে জনগনকে সচেতন করতে ও ভূমি অফিসের সেবার মান উন্নয়নে সনাক—টিআইবি, চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন সনাক—টিআইবি’র কার্যক্রম সম্পর্কে তিনি আগেই অবগত আছেন তাই আগামীতে ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি অফিসের বিভিন্ন লেভেলের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সনাক—ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি কর্মীবৃন্দ
পাঠক সংখ্যাঃ ১০৫
0Shares